খাদিজা খানম, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেছে পূর্ব কমিটি। এই উপলক্ষে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে নোবিপ্রবিসাস।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্টিত হয়। নোবিপ্রবিসাসের বিদায়ী কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ দিদার-উল আলম।
উপাচার্য বলেন, "সাংবাদিকতা সব সময় মানুষের জন্য। নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য কাজ করছে।সাংবাদিকদের বঙ্গবন্ধুর চেতনাকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে হবে। দেশ চিনতে হবে, সংস্কৃতি জানতে হবে। সর্বোপরি সাংবাদিকতার পাশাপাশি একজন ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে"।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কার্যনির্বাহী কমিটি-২০২২ দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে ইফতারের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
গত ২৩ মার্চ নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবীর ফারহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুদ্দিন পাঠান।
সময় জার্নাল/এলআর