খাদিজা খানম, নোবিপ্রবি প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সভাপতি আব্দুল কবির ফারহান, সহ সভাপতি রিপন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান, যুগ্ন- সাধারণ সম্পাদক সাবিহা তাসমিম বিন্তি, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক এস আহমেদ ফাহিম, কার্যনির্বাহী সদস্য ফজলে এলাহী ফুয়াদ ও নোবিপ্রবিসাসের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) নোবিপ্রবিসাসের পূর্ব কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৩ মার্চ নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবির ফারহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুদ্দিন পাঠান।
এমআই