নোমান ইমতিয়াজ, রাবিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্য অধিকার আইনের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২২ কক্ষে এটি অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।
কর্মশালা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাসান আল মারুফ।
সিওয়াইবি’র রাবি শাখার সভাপতি জেড এম তৌহিদুর নূর প্রিতমের সভাপতিত্বে কর্মশালাই প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক রওশন জাহিদ, সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তন্ময়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবইয়াদ বিন বাজল। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে সংগঠনের সদস্যদের নিয়ে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার সোসাইটি বা সচেতন ভোক্তা সমাজ (সিসিএস)-এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাবি, জাবি, জবি, ইবি, চবি, রাবি, খুবি ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এমআই