নিজস্ব প্রতিবেদক: করোনার থাবায় দুই বছর সশরীরে পহেলা বৈশাখ উদযাপন বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে আসায় এই বছর বাংলা নববর্ষ ১৪২৯ এর প্রথম দিনে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় দিনটিকে নানভাবে উদযাপন করেছে দেশবাসী। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনটিতে ব্যতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেছে এএনএইচ এন্টারপ্রাইজকে। বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষার পণ্য নিয়ে কাজ করা এএনএইচ এন্টারপ্রাইজ বাংলা বছরের প্রথম দিনে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজ করার পাশাপাশি স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন।
এদিন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও 'স্বাস্থ্যকর খাবার সবার অধিকার' শীর্ষক সেমিনারের আয়োজন করে টনি খান ইনস্টিটিউট অব স্কিল ডেভেলপমেন্ট এন্ড কালিনারী ইনস্টিটিউট (টি.কে.আই.এস.ডি)। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০ জন প্রতিযোগি তাদের নান্দনিক অঙ্কন নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিরীনা বিথির সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্বখ্যাত সেফ টনি খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার জেসমিন আক্তার বানু, সহকারী থানা শিক্ষা অফিসার মাহবুবা বেগম, হিমিকাস এঞ্জেলস ফর হিউম্যানিটির ফয়সাল মাহমুদ সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের মাঝে হেলথ হাইজিং, ফুড নিউট্রেশান, হেলদি ফুড রেসিপি ইত্যাদি বিষয়গুলো আলোকপাত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি হেলদি ফুড তৈরি করে দেখান বিশ্বখ্যাত সেফ টনি খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, আমি যেই স্কুল থেকে পাশ করেছি সেই স্কুল থেকে আমি বের হওয়ার পরবর্তী দশ বছর কেউ পাশ করতে পারেনি। এরকম গ্রাম থেকে উঠে এসেছি আমি। তোমরা তো ঢাকায় থাকো। তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে। তোমাদের বড় হতে হবে, মানুষের মত মানুষ হতে হবে। সবার জন্য আমার দোয়া রইলো।
উল্লেখ্য, দেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন উৎকর্ষ অর্জনে বিবিধ সেবা নিয়ে ২০০৮ সাল থেকে কাজ করছে এএনএইচ এন্টারপ্রাইজ। ‘Aim Needs Honesty’ শ্লোগানটির সংক্ষিপ্ত রূপ হিসেবেই ‘এএনএইচ’র সৃষ্টি। সেই ধারাবাহিকতায় ‘সততার পথ ধরে অর্জিত হোক লক্ষ্য’ শ্লোগানটির উত্তরাধিকার নিয়ে জন্ম নিয়েছে এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড।
সময় জার্নাল/এমআই