মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ডা. সালমার লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি

রোববার, এপ্রিল ১৭, ২০২২
ডা. সালমার লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা সালমা শাহনেওয়াজ পারভীনকে লাঞ্ছনা ও শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে রোববার ( ১৭ ই এপ্রিল) দুপুরে এক জরুরী সভা করেছেন উক্ত কলেজের শিক্ষক সমিতি । 

প্রতিবাদ লিপিতে শিক্ষক সমিতির সভাপতি ডা. রাধেশ্যাম সাহা, সাধারণ সম্পাদক ডা. আবু ফয়সাল মো পারভেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, গত ১৬ ই এপ্রিল ডা. সালমা শাহনেওয়াজ পারভীনের ব্যক্তিগত চেম্বারে গিয়ে স্থানীয় কতিপয় কিছু  দুষ্কৃতিকারীরা শারীরিকভাবে নাজেহাল ও নির্যাতন করেন এবং অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি দেয় ।  

দুপুরে অনুষ্ঠেয় জরুরী সভায়  সকল ডাক্তাররা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান। 

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল