মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-উল- ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে। ছুটি চলবে ১৫ মে পর্যন্ত। তবে, দাপ্তরিক কার্যক্রম চলবে ১মে পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান।
তিনি বলেন, ঈদ উপলক্ষে কুবির একাডেমির কার্যক্রম ২২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম ১ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলায় ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক চাপে ছিলেন শিক্ষার্থীরা। করোনার ক্ষতি পোষাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে করা হয়েছে, রমজানেও চলেছে ক্লাস। দীর্ঘ ছুটি পেয়ে মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
এমআই