দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লাটেঙ্গা মাঠে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছর পহেলা বৈশাখের পর প্রথম সপ্তাহে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে লাটেঙ্গা গ্রামবাসী। ঘোড় দৌড় প্রতিযোগীতার উদ্ভোধন করেন গোপালগঞ্জের জেলা প্রাসক শাহিদা সুলতানা।
বুধাবার বিকাল সাড়ে ৪টা থেকে মুল প্রতিযোগিতা শুরু হয়। এবার বিভিন্ন জেলা থেকে ২৬টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। দুইদিন ব্যাপী আযোজিত অনুষ্ঠানের শেষ দিনে আজ বৃহস্পতিবার ৫ রাউন্ডের প্রতিযোগীতা শেষে বিজয়ীদেরর মাঝে এলইডি টেলিভিশন পুরুস্কার তুলে দেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় দেখতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ সকল শ্রেনীর দর্শকদের পদচারনায় লাটেঙ্গার মাঠ ও এর আশপাশের এলাকা পরিপূর্ন হয়ে যায়। হাজার হাজার দর্শক উপভোগ করেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড়।
এমআই