শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার মেডিকেল মোড়ে বৈশাখী হোটেল থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে তাদের জেল হাজতে প্রেরন করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েলের উপর হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে লালমনিরহাট জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় কোন্দলের জের ধরে বুধবার রাতে মেডিকেল মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েলের উপর হামলা করেন ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন হাসানুল আলম খান জুয়েল। সেই মামলায় ছাত্রদল নেতা রুবেল ও নোমানকে গ্রেফতার করা হয়।
এমআই