তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) কলেজের বিজ্ঞান ভবনের ১৩১২ নাম্বার কক্ষে এ ইফতার মাহফিল আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রী সাহাব উদ্দিন এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাছিমা আক্তার। প্রফেসর নাছিমা আক্তার,
বাংলাদেশ ডেইরিস ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইমরান আহমেন, প্রয়াস গ্রুপের চেয়ারম্যান প্রদ্যুত কুমার তালুকদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্লী রায়,
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা মেহজাবিন,
সমাজ কর্ম বিভাগের প্রভাষক সুমন তালুকদার, রসায়ন বিভাগের প্রভাষক মান্না কণা, যুবলীগের সদস্য জাহিদ হাসান রাতুল, ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রী সাহাব উদ্দিন এমপি বলেন, তোমাদের বেশি বেশি পড়ালেখা করতে হবে। দেশের উন্নতিতে অবদান রাখতে হবে।
এমআি