নিজস্ব প্রতিবেদক :
ফেসবুকে ফ্রিল্যান্সিং কমিউনিটি হিসেবে অন্যতম জনপ্রিয় গ্রুপ হিসেবে বিবেচিত রাইটিং হাইভ। শুরুতে কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করলেও এখন তারা এস.ই.ও এবং অন্যান্য ফ্রিল্যান্সিং বিষয় নিয়েও কাজ করে থাকে।
গতবারের ন্যায় এবারও তারা নারায়ণগঞ্জের একটি এতিমখানায় এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম করে।
গতকাল ২৪শে এপ্রিল রোজ: রবিবার রাইটিং হাইভের পক্ষ থেকে নারায়ণগঞ্জের দক্ষিণ সস্তাপুরের একটি এতিমখানায় আয়োজন করা হয় ইফতারের। ইফতারের আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটিং হাইভের ফাউন্ডার আনামুল হাসান সাগর ও গাজী নাসিফুল হাসান। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শান্ত, নোমান, নাবিকসহ আরো অনেকে।
ভবিষ্যতে এরূপ কার্যক্রম চলমান রাখতে চায় রাইটিং হাইভ। এছাড়াও আগামীতে আরো বড় পরিসরে কার্যক্রম গ্রহণ করতে চায় রাইটিং হাইভ।
এমআই