সময় জার্নাল প্রতিবেক :
ইউএইচএফপিও ফোরাম কুমিল্লা জেলা শাখা আয়োজনে বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শহরে অবস্থিত ওয়েসিস হোটেল এন্ড রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত ইফতার মাহফিল কুমিল্লা জেলার বর্তমান ও সাবেক স্বাস্থ্য প্রশাসকদের এক মিলন মেলায় পরিণত হয়। সিনিয়ররা স্বাস্থ্য ব্যবস্থপকেরা এই ধরণের আয়োজনের জন্য ইউএইচএফপিও ফোরাম এর উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত। উপস্থিত ছিলেন কুমিল্লা বিএমএ-র সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম, কুমিল্লা স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম মোর্শেদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ সাবেক পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান, কুমিল্লা ম্যাটস এর বর্তমান অধ্যক্ষ ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, সাবেক পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর ডা. সমীর কান্তি সরকার, উপ-পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ ডা. সাজেদা খাতুন, সহকারী পরিচালক (শৃঙ্খলা) স্বাস্থ্য অধিদপ্তর ডা. রত্না দাস, সহকারী পরিচালক কুমিল্লা মেডিকেল কলেজ ডা. নিশাত সুলতানা, সাবেক উপপরিচালক শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ডা. ফরিদুল আলম-সহ কুমিল্লা জেলার প্রাক্তন স্বাস্থ্য প্রশাসক মহোদয়গণ উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিএমএ-র সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আব্দুল আউয়াল, কুমিল্লা বিএমএ-র সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আলী টিপু, কুমিল্লা স্বাচিপ -এর প্রচার সম্পাদক ডা. আব্দুল মুয়ীদ খন্দকার।
ইউএইচএফপিও ফোরাম কুমিল্লা জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাগণ। আরো উপস্থিত ছিলেন ইউএইচএফপিও,হোসেনপুর, কিশোরগঞ্জ ডা. মোঃ তানভীর হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. কামরুল হাসান সোহেল, সভাপতি, ইউএইচএফপিও ফোরাম, কুমিল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান, সাবেক পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর ডা. সমীর কান্তি সরকার, অধ্যক্ষ কুমিল্লা ম্যাটস ডা. মোঃ আজিজুর রহমান সিদ্দিকী স্যার, পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ ডা. মোঃ মহিউদ্দিন, অধ্যক্ষ কুমিল্লা মেডিকেল কলেজ অধ্যাপক ডা. মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা স্বাচিপ এর সংগ্রামী সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম মোর্শেদ, কুমিল্লা বিএমএ-র জনপ্রিয় সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম, সহকারী পরিচালক (শৃঙ্খলা), স্বাস্থ্য অধিদপ্তর ডা. রত্না দাস। কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ও কেন্দ্রীয় ইউএইচএফপিও ফোরাম এর আহবায়ক ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত।
ইফতার মাহফিল শেষে ইউএইচএফপিও লাকসাম ডা. নাজিয়া বিনতে আলম এর আজকে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।