মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে অসহায় ও দিনমজুর পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। সংগঠনের যুগ্ম আহবায়ক শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ খোরশেদ আলম, পৌর কমিশনার কামাল হোসেন, বদিউল আলম পাটোয়ারী, ব্যবসায়ী খোরশেদ আলম, সমাজ সেবক নুর হোসেন, প্রবাসী রবিউল হক, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ন আহবায়ক আবুল খায়ের, সাবেক দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সাবেক প্রচার সম্পাদক কবি জসিম উদ্দিন, যুবনেতা কাউছার হামিদ বাশার, পাঁচরা জনকল্যাণ সংস্থার সেক্রেটারী মুরাদ পাটোয়ারী প্রমুখ।
পরে সংগঠনের প্রতিনিধির মাধ্যমে ঈদ সামগ্রী চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়য়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দিনমজুর পরিবারের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়। এদিকে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরভাবে বাস্তবায়ন করায় আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্যসন্তান সংগঠনের আহŸায়ক লোকমান হোসেন আপন।
এমআই