আবার আসো খুব করে
এখন আমি কবিতা লিখতে পারি না
পারি না কারো মুখের ছবির প্রতিবিম্ব আঁকতে,
পারি না স্মৃতির খোলাসা চিঠি লিখতে
নামহীন ঠিকানার নিদিষ্ট কোন নাম দিতে।
আস্তে আস্তে আমি ক্ষয় হচ্ছি
হচ্ছি খুব করে ক্ষয়ের মোহে মুগ্ধ,
ভাবনাহীন হতাশাজনক খোলা চিঠির নেই উত্তর
তবুও গোধূলির আকাশে আমার মনের চলাচল।
শব্দ করে শব্দ আসে না
মন খারাপের ফুল নেই,
যে ফুল সুগন্ধি ছড়ায়
তোমার আমার ফ্রেমের প্রেমে।
আমি আমরন অনশনে যাবো তোমাকে পাবার তরে
চিরদিন পাশে রবে দলিলের স্বাক্ষর করে,
প্রেম হয় না দলিলের স্বাক্ষরে
তবুও আমি নতুন নিয়মে প্রেমের সূচনা করবো তোমার অবতরে।
প্রেম কোনোকালেই শেষ হবার নয়
শুধু মানুষ বদলায় কিন্তু মুখাবয়ব স্মৃতি সব রয়ে যায়,
তোমার প্রেমের মশগুলে
হারিয়ে ফেলেছি আমার ইন্দ্রিয়।
আবার তুমি আসো বসন্ত হয়ে
চেরি ফুলের উষ্ণ ছো্য়া নিয়ে,
নতুন করে আবার কবিতা হবে
একদিনের বিশ্বাসে চিরদিনের প্রেম হবে।
লেখক: কবি ও শিক্ষার্থী।