জীবন হক, ঠাকুরগাঁও প্রতিনিধি : হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের ঘরবাড়ি ও বিভিন্ন ফসল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ১০ মিনিট থেকে শুরু হয় জেলায় কালবৈশাখীর তাণ্ডব। প্রায় পৌনে এক ঘণ্টার দমকা ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সাথে প্রবল বৃষ্টিতে জেলায় ফসলের ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পৌর শহরের বাসিন্দা, ওমর ফারুক, মিজান, সহ অনেক বলেন, জীবনে হয়তো প্রথম এমন কালবৈশাখী ঝড় দেখলো ঠাকুরগাঁওবাসী। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি মিটাবে কেমনে ঠাকুরগাঁওবাসী। প্রাকৃতিক দুর্যোগের সরকারের উচিত ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়া।
অন্যদিকে সদর উপজেলার জামালপুরের জাকির হোসেন জানান, এদিক রাত দশটার দিকে একবার প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে আবার রাত ১২ টার পর থেকে কালবৈশাখী ঝড়ে আমাদের ঘরেরসহ অনেকের বাড়ি ঘরের টিনের চাল উড়ে ও ভেঙ্গে গেছে। এছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার হোসাইন আহমেদ বলেন, আমাদের এইদিকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়াও অনেকের ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ ভেঙ্গে ও বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এছাড়াও সদর উপজেলার খোচাবাড়ি, আখানগরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
রাত ১২ টার পর থেকে ছরে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় এখন পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) অর্থাৎ এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে।
এমআই