জেলা প্রতিনিধি:
প্রতি বছর এর ন্যায় এবারো দাগনভূঞা একাডেমি ১৬ সালের শিক্ষার্থীদের কতৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা এই আয়োজন করে।
গত দু'টি বছর করোনা বিধিনিষেধের কারনে স্কুল প্রাঙ্গণে এমন আয়োজন করার সুযোগ হয়নি।
বর্তামন সময় সুষ্ঠ পরিবেশ পেয়ে প্রাক্তন ছাত্রদের পাশাপাশি স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ইফতার মাহফিলে আবেগময় পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে আগত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষকগণ আহাছান উল্ল্যাহ্, আবছার মাহমুদ, কামরুল হাসান, আব্দুল মালেক, শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে চিরনিদ্রায়িত সহপাঠী মুনতাসীরকে স্মরণ করা হয়।
উপস্থাপক জাবেদের নেতৃত্বে পুরো অনুষ্ঠানের ধারাবাহিকতা সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের মধ্যে থেকে স্কুল জীবনের
আবেগময় স্মৃতিবিধুরতা স্মরণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখে রাফি ও মেহেদী।
শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখে প্রধান শিক্ষক, তিনি শিক্ষার্থীদের বলেন, তোমারা এখানে আসো শিকড়ের টানে। শিক্ষা জীবন শেষে,কর্ম জীবন ও পরিশুদ্ধ রাখতে হবে।
আরো বক্তব্য রাখে বিশেষ অতিথি বৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচলনা দায়িত্ব পালন করে শিক্ষার্থী রাজু,মেহেদী,শুভ,সালমান,রিফাত
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে, সম্মাননা স্মারক ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয় পরিচলনা পরিষদের কমিটির মাধ্যমে।
প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে এমন সমারোহ আয়োজনে কার্যকারী ভূমিকা পালন করে থাকে শিক্ষার্থী ইকাবাল হোসেন রাজু।
উক্ত অনুষ্ঠান সমাপনী দোয়া ও মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি হয়।