এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু।
এ উপলক্ষে রোববার ( ১লা মে ) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অম্বিকাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রব মিয়া, কোতয়ালী থানা সভাপতি শাহেদা বেগম, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার কবির, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আওলাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্যা, জেলা যুবদলের সহ-সম্পাদক আসাদ বিশ্বাস, সহ-সম্পাদক নাদির আহমেদ জেলা ছাত্রদলের নাট্য সম্পাদক রবিউল ইসলাম রাহিম, ইঞ্জিনিয়ার মো. রিয়াজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মো. নুরুল আলম।
এসময় যুবদল নেতা পিংকু বলেন, গত ১৫ বছর যাবত যারাই স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদেরই গুম, খুন কিংবা হামলা মামলার শিকার হয়েছে। আজ এই আওয়ামী লীগের বিদায় নিশানা উড়ে গেছে। আজ বেগম খালেদা জিয়া দেশের মানুষকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আর তার প্রধান সেনাপতি হিসেবে কাজ করছেন তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষকে কোনভাবেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের অর্থ আত্মসাতের মিথ্যাচার বিশ্বাস করানো যায়নি। তিনি সকলকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শামিল হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
প্রসঙ্গত , গত কয়েকদিন যাবত মাহবুবুল হাসান পিংকু ফরিদপুরের বিভিন্ন ইউনিয়নে ঈদবস্ত্র বিতরণ করেন।
এমআই