শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

মঙ্গলবার, মে ৩, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্বপ্রতিবেদক :

বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

জানা গেছে, আজ সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আক্তার হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।

এই নৌপথে ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করে।

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল