তিতুমীর কলেজ প্রতিনিধি:
মাতৃভূমির প্রতি ভালোবাসা আর পরস্পরের প্রতি সহযোগিতা বোধ থাকবে চির অম্লান এমন প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ পড়ুয়া দোহার উপজেলা শিক্ষার্থীদের নিয়ে সংগঠন "দোহার উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ"র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান সাদ্দামকে সভাপতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থী সবুজ কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২২ রোজ শুক্রবার তিতুমীরস্থ দোহার উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের ৩ উপদেষ্টা জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব মোহাম্মদ শহীদুজ্জামান ভূইয়া,মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৪৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান সাদ্দাম বলেন,"ছাত্রকল্যাণে আমার উপরে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি ,সবার কাছে দোয়া চাই!" এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবুজ কুমার বিশ্বাস বলেন,"সবাইকে সাথে নিয়ে এক সাথে কাধে কাধ মিলিয়ে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করে যাবো।"
উক্ত কমিটিতে সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন শাহীন মাহমুদ,মোঃ মাসুদ রানা,আব্দুর রহমান,শাহাদাত হোসেন,নুসরাত জাহান পাখি সহ আরো অনেককে।এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনির হোসেন রিমন,পারভেজ হাসান,সাফায়েত আমিন সহ আরো অনেকে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম এবং
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খাইরুল হাসান বাঁধন,মোঃ নাঈম হোসাইন সহ আরো কয়েকজন।
তাছাড়াও নব-নির্বাচিত কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন খালিদ রহমান রাসেল, দপ্তর সম্পাদক সিহাব হোসাইন সহ আরো বিভিন্ন পদে কয়েকজন মনোনীত হয়েছেন।
এমআই