নিজস্ব প্রতিনিধি: ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাড়ছে ঢাকামুখী যাত্রীর চাপ। সবাই এখন ফিরছে রাজধানী ঢাকায়।
গাবতলী বাসটার্মিনালের একাধিক কাউন্টারে কথা বলে জানা গেছে, গেল কয়েকদিন গাড়িগুলো বেশ কয়েকটি সিট খালি নিয়ে এলেও শুক্রবার থেকে ভরেই আসছে। শনিবার (৭ মে) এ চাপ আরও বাড়বে। এলাকাগুলো থেকে গাড়ি ফেরার চাহিদা দিচ্ছে কাউন্টারগুলো। তবে এখন বাড়ি ফেরার লোক কম। সিট খালি যাচ্ছে।
হানিফ পরিবহনের স্টাফ জাকির বলেন, আমরা পুরো গাড়ি ক্যাপাসিটি (পূর্ণ) করে আসছি। কাউন্টারে যাত্রী ভরপুর।সোহাগ পরিবহনের স্টাফ আলী হোসেন বলেন, রাস্তায় গাড়ির চাপ আছে। আমরা সিট পুরো করে যাত্রী নিয়ে এসেছি।
এসপি গোল্ডেন পরিবহনের ম্যানেজার আব্দুর রহমান বাবু বলেন, এখন ঢাকায় ফেরায় চাপ বাড়ছে। ঢাকা থেকে যাওয়ার টিকিট বিক্রি কম।
ঈগল পরিবহনের সেলসম্যান মো. রুবেল বলেন, আসার সময় গাড়ির সব সিটেই যাত্রী ছিল। যাচ্ছে খালি। কারণ এখন সবার আসার পালা। শনিবার থেকে বেসরকারি অফিস খোলা। পরশু সরকারি সব অফিস খোলা।
খুলনা থেকে ফেরা আব্দুল হামিদ বলেন, আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। শনিবার থেকে অফিস করবো। এজন্য আগেই চলে আসছি। রাস্তায় তেমন জ্যাম ছিল না। তবে গাড়ির চাপ আছে। কাউন্টারেও মানুষের উপস্থিতি অনেক।
সময় জার্নাল/এলআর