মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে জার্সি উম্মোচন ও ঈদ প্রীতি ফুটবল ম্যাচ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মিয়াবাজার লতিফুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া সাংস্কৃতিক সংঘ ৪-২ গোলে কুমিল্লা বেটারেন্স ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলা খেলোয়াড় আবদুল বারেক, মিয়া নাছির উদ্দিন, মিয়া নিজাম, মিয়াজুল ইসলাম, মাষ্টার শহিদুল ইসলাম রতন, ফারুক হোসেন, মাসুম মিয়া, আদিম আলী। মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংঘের সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, ক্রীড়া সম্পাদক হাসান ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক লিটন পাল ও প্রচার সম্পাদক নাজমুল খন্দকার।
এ সময় মিয়াবাজার সোনালী অতীত ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই