সর্বশেষ সংবাদ
ডা. আব্দুন নূর তুষার :
বছরের পর বছর রেফারাল সিস্টেম চালু করে নাই। স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণ করেছে। দুর্নীতিবাজ আবজল মিঠুদের কোলে বসিয়ে লালন পালন করেছে। ড্রাইভারের একশ কোটি টাকার খবর হয়েছে।
যন্ত্রপাতি কেনার নামে হরিলুট করেছে।
টিআইবি বলেছে টিকা নিয়েও চুরি হয়েছে।
কিন্তু গামলাতন্ত্রের কাছে সব সমস্যার মূল হলো ডাক্তারের ফি?
তেল বিক্রেতার কেশাগ্র ছোঁয়ার ক্ষমতা নাই।
লুটেরা ব্যবসায়ীদেরকে ধরার ক্ষমতা নাই।
বেগমপাড়ার কোন সাহেবের কিছু হয় না।
শুধু ডাক্তার সাহেবদের চাকরি করাতে তারা ব্যস্ত হয়েছেন।
ডাক্তারকে বেতন নিতে হবে।
যে পরামর্শ দেয়া হয়েছে তার প্রায় সবই অবাস্তব।
কেবল একটা বোঝাই।
ডাক্তার সাহেব একটি কোম্পানীতে চাকুরী করবেন। সেই কোম্পানী ডাক্তারকে বেতন দেবে।
১. ধরা যাক রোগী দেখা বাবদ কোম্পানীর আয় হলো দশ লাখ। আর ডাক্তারের বেতন এক লাখ। লাভের নয় লাখ পাবে কোম্পানী । ডাক্তারের শ্রমের ওপর দিয়ে মধ্যস্বত্বভোগী কোম্পানী তুলে নেবে লাভ। এই সব কোম্পানীর মালিক কারা হবে? ডাক্তার হবে তরমুজ। পিসে কিনে কোম্পানি কেজি তে বেচবে। রোগী প্রতি টাকা নেবে কোম্পানি। ডাক্তার পাবে ফিক্সড।
২. ক্লিনিকগুলি কেন এত ডাক্তার চাকুরী দেবে? যারা চাকুরী পাবে না তারা কি করবে? কুমড়া বেচবে?
৩. এরা কি জানে যে অধিকাংশ ডাক্তার পনের হাজার টাকা বেতনে ক্লিনিকে কাজ করে?
৪. গামলাতন্ত্রের নিজেদের কর্মঘন্টা আট। ডাক্তারদের বেলায় সেটা বারো ঘন্টা কেন? ডাক্তার কি প্রজাতন্ত্রের ক্রীতদাস?
৫. বিএসএমএমইউতে রেসিডেন্ট এর ভাতা বিশহাজার। এই টাকা দিয়ে সে কি করে চলবে?
৬. রোগী ডাক্তার সিলেক্ট করে। তার অপশন আছে কার কাছে সে যাব বা যাবে না। চাকুরীরত ডাক্তারদের কাছে সেই অপশন থাকবে না। কোম্পানী সকলকে সমানভাবে খাটানোর চেষ্টা করবে। অথবা যে ডাক্তারের রোগী কম হয় তাকে চাকুরী দেবে না। তখন এই গামলারা কি করবে? ডাক্তারদের বেকার ভাতা দেবে?
৭. চাকুরীচ্যুত ডাক্তার পরের চাকুরী না পাওয়া পর্যন্ত তেল বেচবে?
৮. সরকারী চাকুরীতে রিটায়ার্ড ডাক্তার রিটায়ার করার পর ক্লিনিকে গিয়ে আবার চাকুরী নেবে?
৯. সব ডাক্তার কোম্পানী খুলে বসবে? সেখানে বলা হয়েছে এটাকে পার্টনারশীপ কোম্পানী করতে হবে। দুই বা ততোধিক লোককে নিতে হবে। ডাক্তার বসে বসে ব্যবসা চালাবে? নিজের টাকা নিজেই মাথার পেছনে হাত ঘুরিয়ে খাবে?
১০. সরকারী হাসপাতালে ম্যাটস পাশদের ডাক্তার লিখতে দিয়ে তাদের ডাক্তার বানিয়েছে গামলারা। এদের প্র্যাকটিস নিয়ে গামলাতন্ত্রের কোন মাথাব্যাথা নাই। তাদেরটা চলবে?
১১. নারায়নার দেবী শেঠি এখানে এসে রোগী দেখলেও গামলাদের সমস্যা নাই। দেবী শেঠি এখানে এসে চাকরি করবে? সে ফি নেবে না বেতন?
১২. যে ডাক্তার ছয়ঘন্টা ধরে একটা নিউরাল সার্জারী করে আর যে ডাক্তার খাৎনা করায় দুজনের পরিশ্রমের ও মেধার দাম কি সমান? অবশ্যই খাৎনা ওয়ালা তখন বেশি খাৎনা করে আয় করার চেষ্টা করবে। বেশি বেশি খাৎনা কেন করবে সে যদি সে বেতনেই থাকে। দেশে ড্রাইভিং লাইসেন্সের মতো খাৎনাজট তৈরী করার পরিকল্পনা করেছে এই গামলারা।
১৩. গামলাতান্ত্রিক লোকজন চিকিৎসকদের জন্য গ্রেড ওয়ান পদ রেখেছে তিনটা। চিকিৎসা প্রশাসনে চিকিৎসকদের দৌড় হলো ডিজি হওয়া পর্যন্ত। গামলাদের সেখানে সংস্কারে মন নাই।
১৪. নিজের সেবার মূল্য নিজে নির্ধারণ করতে পারা যে কোন মানুষের অধিকার। সে চাকরি করবে নাকি চাকরি করবে না, সেটাও তার অধিকার। ডাক্তারদেরকে চাকরি করতেই হবে এটা বলার অধিকার মৌলিক মানবাধিকারের লংঘন।
১৫. তাহলে বলা হোক বিশ্ববিদ্যালয়ে পাশ করে টিউশনি করা যাবে না। চাকুরী করতেই হবে। লজিং মাস্টারদের বাড়ী থেকে বের করে দেয়া হোক। সকল চিত্রশিল্পীর ছবির দাম স্কয়্যার ফিটে ঠিক করা হোত আর চাকুরি না পেলে তাদের ছবি আঁকা বন্ধ থাক।
গামলাদের মন কেবল প্রাইভেট প্র্যাকটিসে। ডাক্তারদের বেতনে চাকুরী দিলেই জনগণ সব সেবা পেয়ে যাবে।
গামলারা কোয়াকদের বিষয়ে নিরব। মেডিকেল অ্যাসিসটেন্ট ও সাকমোদের প্র্যাকটিস বিষয়ে নিরব।
তুঘলক বেঁচে থাকলে এই গামলাদের সামনে তাকে শিশু মনে হতো।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল