বসন্ত ডেকে আনি
- শেখ ফাহমিদা নাজনীন
এসো, আজ প্রজাপতি হয়ে যাই
আমরা অগুনতি শুঁয়োপোকাগুলো,
হুলের আতঙ্কে যাদের ছুঁতে পারেনি কেউ,
শ্লথ গতির এক অস্পৃশ্য কীট।
এসো, একসাথে ডানা মেলে দেই
কতকাল লুকিয়েছি ডানাদুটি,
কর্কশ চামড়ার ভাঁজে,
ফেলে দেওয়া শরীরের মাঝে।
এসো, হঠাৎ একদিন -
ভোরের প্রথম কিরণ যখন ছুঁয়ে যাবে পৃথিবীর মাটি,
আমরা অজস্র, একজোট হয়ে
গোটা জঙ্গল জুড়ে প্রজাপতি হয়ে উঠি।
আমাদের ঝিলিমিলি পাখনায় সূর্যের আলো এসে লুটিয়ে পড়ুক,
আমাদের রঙের মাধুর্যতায় নিমেষে রঙিন হোক বাদাবন,
আধফোটা কলিদের ছুঁয়ে দিলে,
পাপড়ি মেলুক তারা সানন্দে।
এসো, আজ ফুল ফোটানোর দিনে,
একঝাঁক শুঁয়োপোকা পাখনা ওড়াই।
আমরা ফুল ফোটাই ঘরে ঘরে,
আমরা ফুল ফোটাই বন্দরে,
অফিস, রেস্তোরা, মসজিদ, ময়দান
রঙিন পাখনার ঘায়ে কুসুমিত করে ফেলি সর্বত্র।
বিচারদণ্ডখানা মুহূর্তে হয়ে যাবে একগোছা ধবধবে গন্ধরাজ,
অপরাধী চোখে শুধু নেচে যাবে হলুদিয়া সর্ষের ক্ষেত।
এসো, প্রজাপতি ডানার রঙে বসন্ত ডেকে আনি,
সময়ে বা অসময়ে রাজ্যের সমস্ত চোরাগলি জুড়ে।
তুমুল তাচ্ছিল্যে বেড়ে ওঠা যত প্রাণ,
অহেতুক অকাজে অবাঞ্ছিত?
আজ এসো, হয়ে যাই একজোট,
দারুণ স্বপ্নমাখা সাহসী আলোয়,
শুঁয়োপোকা খোলসটা খুলে ফেলে দিয়ে প্রজাপতি হই এসো রঙের সুধায়।
শেখ ফাহমিদা নাজনীন
২৩ মার্চ ২০২২।