এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে ১৫ দিন ব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, হা-মীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, মেলায় হস্তশিল্প, গ্রামীণ মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র, ঐতিহ্যবাহী ও কৃষি উপকরণ প্রদর্শনের লক্ষ্যে মোট ১৬১টি স্টল স্থাপন করা হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকলে এবারেও জসিম মেলা হবে জমজমাট ও আকর্ষণীয়।
কুমার নদীর তীরে প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, ঐতিহ্যবাহী নৃত্য ও লোকগানের পরিবেশন করা হবে। এবারের মেলায় সার্কাসের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৩ যুগ ধরে ফরিদপুরের অম্বিকাপুরের কবির বাড়ীর আঙিনায় জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত ৫ বছর ধরে নানা জটিলতা এবং করোনার কারণে মেলা বন্ধ ছিল। এ বছর ১লা জানুয়ারি থেকে মেলা শুরু হবার কথা থাকলেও করোনার কারনে তা হতে পারেনি।
সময় জার্নাল/ইএইচ