নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় স্টারলাইন বাসের চাপায় এক বেসরকারি চাকরিজীবি নিহত হয়েছে। নিহতের নাম লোকমান হোসেন শরীফ। তিনি বেঙ্গল এনএফকে টেক্সটাইলস লিমিটেডের গুলশান অফিসে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়।
মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা ময়মসিংহ রোডের উত্তরা ৪ সেক্টর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্কুটারে করে অফিসে যাওয়ার সময় স্টার লাইন বাস ধাক্কা দিয়ে পিষ্ট করে। জাহান আরা হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি বলেন, গাড়িটিকে আটক করা গেলেও চালক পালাতক রয়েছে।
নিহতের ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, সকালে অফিসের উদ্দেশ্য যাওয়ার পথে উত্তরা ৪ সেক্টরে এলে স্টারলাইন বাস তাকে চাপা দেয়। পরে তাকে জাহান আরা হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করে।
এমআই