মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হিলি খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
একজন কৃষকের কাছ থেকে ১ টন ধান ক্রয়ের মাধ্যমে এই সংগ্রহ অভিযানের শুরু করা হয়।
এসময় পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা, খলিলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
খাদ্যগুদামে তথ্যমতে, চলতি মৌসুমে হিলি খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে ৯৭৪টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭টাকা কেজি দরে ক্রয় করা হবে। আজ থেকে শুরু হয়ে ৩১শে আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
এমআই