এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
শ্রী শ্রী জগদ্বন্ধু সুন্দরের ১৫২তম আবির্ভাব উপলক্ষে তার জন্ম তিথিকে (আবির্ভাব) ঘিরে ফরিদপুরের শ্রীঅঙ্গনে আয়োজিত নয় দিনের ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটেছে মঙ্গলবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তনের মাধ্যমে।
মহানাম সম্প্রদায়, বাংলাদেশ এর আয়োজনে গত ৯ই মে বিকালে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন উপভোগ করতে দুর দুরান্ত থেকে ছুটে আসে হাজারো নারী পুরুষ।
১৫১ বছর আগে ফরিদপুরের শ্রীঅঙ্গণে আবির্ভুত হয়েছিলেন শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দর। অনুসারীদের মতে, মহাবতারী শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দর গোলকের আসন ছাড়িয়া ভুলোকে শ্রীচরণার্পন করেন। ধরায় থাকাবস্থায় তিনি মানব কণ্যানে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন।
উল্লেখ্য, গত দুই বছর করোনার কারণে আয়োজনের পরিসর ছোটো থাকলেও এবছর শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দর ১৫২তম আবির্ভাব উৎসব উদযাপিত হচ্ছে সাড়ম্বরে।
সময় জার্নাল/এলআর