ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মোটর সাইকেল, সাইকেল ও ইজি বাইকের ত্রি-মুখী সংঘর্ষে রাজন (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২জন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এর আগে গত রাতে নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রাজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
পরে চিকিৎসাধীন রাজন মারা যায়। তাকে আজ সকালে রামেক হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বাড়িতে পাঠানো হয়েছে। নিহত রাজন উপজেলার কাজীপাড়া গ্রামের শফিকুলের ছেলে। আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সময় জার্নাল/এলআর