মুকবুল হোসেন, মুন্সিগঞ্জ (গজারিয়া) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়া কান্দি ইউনিয়ন নদীসংলগ্ন আশ্রয়ন প্রকল্পের গাইডওয়াল বারবার ভাঙ্গন শুরু হয়েছে। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৩০ টি পরিবার নিরাপত্তাহীন ভাবে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর সহ ভরাট বালু নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রাত্রি যাপন করছে।
শনিবার ২১ মে ২০২২ ইং সকালে প্রবল বৃষ্টিপাতের কারণে নদী সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের গাইডওয়ালের একাধিক স্থানে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক ৫থেকে ৭ জন সুবিধাভোগী জানান গাইড ওয়াল নির্মাণ কালীন সময়ে গাইডওয়াল কেবল মাটির উপরে বসিয়েছে। নির্মাণ শেষে কিছুদিন যেতে না যেতেই গাইড ওয়াল এর নিচ দিয়ে ফাঁকা হয়ে গেছে। কয়েকদিন পরপর গাইড ওয়াল ভেঙ্গে বালু ধ্বসে গিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে।
বড় ধরনের ভাঙ্গন পূর্বে গাইডওয়াল ও সরকারি ঘর ৩০ টি পরিবার রক্ষার্থে সরকারের যথাযথ উদ্যোগ ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুবিধাভোগী পরিবার। অনুসন্ধানে জানা যায় গাইডওয়াল নির্মাণের এক বছর যেতে না যেতেই গাইড ওয়াল নির্মাণ ত্রুটি থাকায় এই ভাঙ্গন দেখা দিয়েছে।
ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল জানান আশ্রয়ন প্রকল্পের গাইড ওয়াল ভেঙ্গে যাওয়া বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার মহোদয় কে জানানো হয়েছে। কিছুদিন আগে ও একবার গাইডওয়াল ভেঙ্গে যায় । বিষয়টি সাথে সাথে জানানো হয়েছিল । উপজেলা নির্বাহি অফিসার মহোদয় গাইড ওয়াল নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে পূন: মেরামতের আশ্বাস দিয়েছেন। উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীকে একাধিক বার মোবাইল করে রিসিভ না করায় কোন মতামত পাওয়া যায় নাই।
সময় জার্নাল/এলআর