মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বই রিভিউ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ‘ব্লাড ফর হিউম্যানিটি’

রোববার, মে ২২, ২০২২
বই রিভিউ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ‘ব্লাড ফর হিউম্যানিটি’

রাকিব চৌধুরী:

বই মানুষের পরম বন্ধু।বই মানুষের পরম বন্ধু। বই পড়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে আত্ম উন্নয়ন, মেধা, প্রজ্ঞা, বিবেক সঞ্চার হয়। ইতিহাসের পঠন মানুষকে জ্ঞানী করে, কবিতাপাঠ বুদ্ধিদীপ্ত করে, গণিতচর্চা যুক্তিবোধকে শাণিত করে। জ্ঞান বৃদ্ধির জন্য দরকার উপযোগী বই পাঠ। তাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যমী ও মননশীল মনের তরুণ-তরুণীদের জন্য অনুশীলন নামে একটি বুক রিভিউ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে ব্লাড ফর হিউম্যানিটি।

বুক রিভিউ করার মাধ্যমে একটি বইয়ের লেখকের দৃষ্টিভঙ্গির পাশাপাশি পাঠক সমাজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি প্রকাশের সু্যোগ সৃষ্টি হয়। সাহিত্য যেমন সমাজের দর্পনস্বরুপ তেমন-ই বুক রিভিউ একজন লেখকের লেখক মানসের দর্পন হিসেবে কাজ করে। তাছাড়া লেখালিখি মানব মস্তিষ্ককে সবল ও সচল রাখে। এই আয়োজনের মাধ্যমে তরুণ-তরুণীদের মাঝে লেখালিখির মানসিকতা সৃষ্টি, লেখার দক্ষতা বৃদ্ধি ও উন্নত মনোভাব গড়ে তোলার প্রচেষ্টা করা হবে।

★বুক রিভিউয়ে অংশগ্রহণের নিয়মাবলিঃ-


• আপনার পছন্দমতো যেকোন বইয়ের রিভিউ পাঠাতে পারবেন।
• লেখাটি এর আগে অন্য কোথাও প্রকাশিত হলে গ্রহণযোগ্য হবে না।
• সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

★রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি-
• বিষয়-


o ০১-“পরিবেশ বিপর্যয় মোকাবেলায় সাধারণ মানুষের করনীয়।”
o ০২-“ সম্ভাবনার দেশঃ বাংলাদেশ ( বাংলাদেশের সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ দিকগুলোকে আপনার রচনায় ফুটিয়ে তুলবেন)।”
• লেখাটি এর আগে অন্য কোথাও প্রকাশিত হলে গ্রহণযোগ্য হবে না।
• সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

★পুরষ্কার-

প্রতি ইভেন্ট এ প্রথম ১০ জন করে ২০ জনকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।

সকল বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

★লেখা পাঠানোর পদ্ধতি-
১৫ মে, ২০২২ থেকে ২০ই জুন, ২০২২ পর্যন্ত যেকোন সময় নিম্নে উল্লেখিত সাবমিশন লিংক-এর মাধ্যমে লেখা পাঠানো যাবে।

লিংক– https://forms.gle/hnhV6A2XeMprGse46

অথবা ইমেইলে পাঠাতে পারেন- competition.onushilon@gmail.com

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল