অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ কর্তৃক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। পরে মিছিল নিয়ে বাহাদুরশাহ পার্ক, সদরঘাট এলাকা প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এসে জড়ো হন নেতাকর্মীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।
এমন হুশিয়ারির পরেও পুরান ঢাকার ভিন্ন ভিন্ন এলাকায় মিছিল বের করেন শাখা ছাত্রদলের দুইগ্রুপ। সকাল ১০টা নাগাদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তি, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের উপর পুলিশের হামলা ও মামলার প্রতিবাদে শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সামসুল আরেফিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী বাহাদুরশাহ পার্ক থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে এসে শেষ হয়।
এরপর দুপুর নাগাদ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার থেকে শুরু হয়ে নবাবপুর রোডে গিয়ে শেষ হয়।
সময় জার্নাল/এলআর