শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি :
আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এর কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাটগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার (২৪ মে) সকালে পাটগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী আহসান হাবিব ললাটের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শেষে কলেজের শহীদ মিনারে সমাবেশ করেন।
সমাবেশে, পাটগ্রাম উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাদিকুল ইসলাম সজিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাফিন আহমেদ পায়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক কুলাঙ্গার সাইফ মাহামুদ জুয়েল (বেয়াদব) দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাথে তাকে এবং তার মদদদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
সময় জার্নাল/এলআর