অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকার করতে গিয়ে মফিজ উল্ল্যাহ মানিক (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাত পড়ে মারা গেছেন।মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্যা পন্ডিত বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস আজ সকাল ১০টার দিকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
মফিজ উল্ল্যাহ মানিক ওই বাড়ির মৃত হাবিব উল্যা মিয়াজীর ছেলে। তিনি পেশায় কৃষক তবে মাঝে-মধ্যে রাতে তিনি মাছ শিকার করতেন।
স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, প্রতিদিনের মত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মফিজ উল্যা মানিক বৃষ্টির মধ্যে মাছ শিকারের জন্য টেঁটা হাতে নিয়ে বের হন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্বজনরা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মফিজ উল্ল্যা মানিককে মৃত ঘোষণা করেন।
সময় জার্নাল/এলআর