ইসাহাক আলী, নাটোর:
নাটোরের সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের জয় রামসাগর পুকুর থেকে ১০ দিনের ব্যবধানে আরো একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। নাটোরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ পুকুর খনন করতে গিয়ে পুকুরের তলদেশ থেকে মূতিটি পায়। বৃহস্পতিবার সকালে মূর্তিটি উদ্ধারের পর তা দেখতে বিপুল উৎসুক মানুষ ভীড় করেন।
নাটোরের বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম জানান, সকালে ভরাট হয়ে যাওয়া পুকুরটি এসকেভেটরের দিয়ে খনন করতে গিয়ে পাথরের ওই মূর্তিটি উদ্ধার হয়। পরে তা উপজেলা প্রশাসনের মাধ্যমে থানা হেফাজতে দেয়া হয়েছে।
এর আগে গত ১৭ মে একই ধরনের একটি মূর্তি ওই পুকুর খনন করতে গিয়ে দেখতে পায় এলাকাবাসী। তবে এগুলো কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা না করলে বোঝা যাবে না। তবে স্থানীয় লোকজনের মতে এগুলো বিষ্ণু মূর্তি বলে জানা গেছে।
এমআই