তিতুমীর কলেজ প্রতিনিধি :
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন কলেজ শাখা ছাত্রলীগ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর বহিরাগত ছাত্রদলের হামলা’র প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে একই সময়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
রোববার (২৯ মে) বেলা ১০ টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন আয়োজিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদলের ক্যাডাররা দেশীয় অস্ত্র নিয়ে অছাত্র-বহিরাগতদের সঙ্গে নিয়ে সেদিন ঢাবিতে প্রবেশের চেষ্টা করে। সেসময় সাধারণ শিক্ষার্থীরা তখন তাদের প্রতিরোধ করেছে। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের এমন হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ একাত্মতা ঘোষণা করেছে বলেও জানান তারা।
মানববন্ধনে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া বলেন, আমরা সবসময় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কাজ করি। ইতিমধ্যে আমরা দেখেছি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কিছু সংগঠন। সেই সংগঠনকে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখা আজকের এই মানববন্ধন এর আয়োজন করেছি। শিক্ষাঙ্গনে সন্ত্রাসের বিরুদ্ধে এই মানববন্ধনে সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। আমরা সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই। প্রশাসন ও আমরা ছাত্রছাত্রীরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস দূর করবো।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগোর সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপর ছাত্রদলের গুন্ডারা সশস্ত্র যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, আমরা তিতুমীর কলেজ ছাত্রলীগ সবসময়ই সাধারন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সদা জাগ্রত থাকবো। সেই সাথে কোন ছাত্র এবং বহিরাগতদের এবং অস্ত্রের ঝনঝনানি আমরা তিতুমীর কলেজে চাই না। সুশৃংখল এবং সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমরা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবো এবং এই অস্ত্র এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে আমরা সবসময় সদাজাগ্রত থাকবো।
এমআই