অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন পুলে যুক্ত হলো আরো একটি নতুন বাস৷ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্বিতল বাসটির মাধ্যমে প্রথম চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৯ মে) দুপুরে বাসটির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ, প্রক্টর মো. মোস্তফা কামাল, সহকারী প্রকরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নতুন বাসটির রুট ম্যাপ দেওয়া হয়েছে; জবি-দয়াগঞ্জ-সায়েদাবাদ-সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলা মটর, শাহবাগ, ঢাবি গুলিস্তান হয়ে জবি ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ-মাসুদ বলেন, 'যদিও বাসটি পরীক্ষামূলক ভাবে আজ থেকে চলাচল শুরু হয়েছে। তবে কোনো সমস্যা দেখা না দিলে নিয়মিত রুট মাফিক বাসটি চলাচল করবে৷ '
জানা যায়, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে পাওয়া ২টি মাইক্রোবাস এবং ৪টি মিনিবাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের যাত্রা শুরু হয়। এখন পুলে সর্বমোট ৫৫টি পরিবহন রয়েছে।
উল্লেখ্য, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, গাউছিয়া, কুমিল্লা, মানিকগঞ্জ জেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা রয়েছে।
সময় জার্নাল/এলআর