মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি (দিনাজপুর):
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে মানববন্ধন করেন। এ সময় তারা ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদ করেন এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।
আজ ১০ ই জুন রোজ শুক্রবার বাদ জুম্মা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৫ ব্যাচের শিক্ষার্থী জাহিদ শাহ্, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাজিব আলী এবং ফিসারিজ ১৮ ব্যাচের শিক্ষার্থী মুজিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, আমাদের রাসুল হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্ব নবীর অপমান মেনে নেয়া হবে না।
বক্তারা মানববন্ধনে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি করেন এবং বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদ জানানোকে সাধুবাদ জানান। বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কটুক্তিকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
সময় জার্নাল/এলআর