মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের এর উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের একতা বাজার ঈদগাঁহ শফিকিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন। ওবায়দুল হক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, বাতিসা ইউনিয়ন যুবলীগ নেতা ছালেহ আহম্মদ রাজু।
মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হিরণ মিয়া, এয়াছিন উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ মিয়া, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শাকিল, আবদুল মমিন, মাসুম আহমেদ, রাশেদুল ইসলাম, প্রিন্স তারেক, রফিকুল ইসলাম, সজিব আহমেদ, সাদ্দাম হোসেন, মাসুদ, পারভেজ, ফিরোজ প্রমুখ।
সময় জার্নাল/এলআর