স্পোর্টস প্রতিবেদক:
শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে বিশ্বকাপের ট্রফি পূর্ব তিমুরের উদ্দেশে রওনা হয়েছে। কোকাকোলার চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
বুধবার সকাল সোয়া ১১টার পর বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। বুধ ও বৃহস্পতিবার দুই দিন বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে প্রদর্শিত হয়৷ বুধবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশ্বকাপ ট্রফি দর্শন করেন। সেদিন রাতে হোটেল র্যাডিসনে নৈশভোজে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ট্রফি দেখেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে হোটেল র্যাডিসনে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন ৩ হাজারের বেশি আমন্ত্রিত ব্যক্তিবর্গ । এরপর ট্রফি নেওয়া হয় বনানীর আর্মি স্টেডিয়ামে। বৃষ্টির জন্য কনসার্ট শুরু হতে কিছুটা বিলম্ব হলেও ট্রফি নিয়ে আসা ফিফা লিজেন্ড ক্রিশ্চিয়ান কারেম্বু দর্শকদের জন্য ট্রফি উন্মোচন করেন। কনসার্ট থেকে ট্রফি গতকাল রাত এবং আজ সারাদিন হোটেল র্যাডিসনেই ছিল।
বাংলাদেশে এ নিয়ে তৃতীয় বার বিশ্বকাপের ট্রফি আসল। ২০০১ সালে প্রথম বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। এরপর ২০১৩ এবং ২০২২ সালে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু বাংলাদেশে আসল।
এমআই