তিতুমীর কলেজ প্রতিনিধি:
'আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। আমাদের ভালোবাসা হযরত মুহাম্মদ (সা.)', '‘বিশ্বনবীর অবমননা সইবে নারে মুসলমান', ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও 'ভারতের দালালেরা, হুঁশিয়ার-সবাধান’, ‘বয়কট ইন্ডিয়ার প্রোডাক্ট’, ইত্যাদি স্লোগানে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১১ জুন) তিতুমীর কলেজে মানববন্ধনে মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেত্রীর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।
বেলা ১১ঃ৩০ মিনিটে শুরু হওয়া মানববন্ধনে কলেজের শহীদ বরকত মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের স্নাতক ভবন, বিজ্ঞান ভবন, মাঠ ও শাকিল চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর ক্যাম্পাসের মূল ফটকে এসে সমাবেশে রুপ নেয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।
সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল হাসান বলেন, মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলামবিদ্বেষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লুৎফুর রহমান বলেন, ভারতীয় দুই সরকার দলীয় নেতার এরকম বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলিম সমাজ এক হয়ে আমরা এই দুই নেতার ধর্মীও শান্তি বিনষ্টের দায়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ভারতের বিজেপির দুই নেতা যে জঘন্যতম কাজ করেছে তার প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও বিশ্বের যে কোনো জায়গায় আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) কিংবা ধর্ম নিয়ে কটুক্তি করলে আমরা প্রতিবাদ করবো। আমরা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর মাত্র কয়েকজন ছাত্র মিলে আয়োজন করেছিলাম কিন্তু গেটে যাওয়ার সময় আমাদের সাথে অন্য ডিপার্ট্মেন্টের সিনিয়র বড় ভাইসহ আরও অনেকেই আমাদের মানববন্ধন কর্মসূচির সাথে একাগ্রতা প্রকাশ করেন। ফলে আমাদের আন্দোলন আরও বেশি গতিশীল হয়ে সমাবেশে রুপ নেয়।