আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় রানওয়েসহ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষতি হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।
রাষ্ট্রীয় সিরিয়ান আরব নিউজ অ্যাজেন্সি (সানা) জানায়, দেশটির পরিবহন মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যে শুক্রবারের হামলার পর রাজধানীর বিমানবন্দরটি ব্যবহার করার মতো অবস্থায় নেই।
সানা জানায়, ইসরাইলি আগ্রাসনের ফলে অবতরণ ও উড্ডয়ন ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। বিমানক্ষেত্রটির বেশি কয়েকটি স্থানে মারাত্মক ক্ষতি হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মেরামত কাজ শেষ হওয়ার পর আবার ফ্লাইট শুরু হবে। সানা জানায়, শুক্রবার স্থানীয় সময় ৪.২০ ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
ইসরাইল ২০১১ সাল থেকে সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে। ইসরাইল বলেছে, তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান যাতে তার সীমান্তে শক্ত অবস্থান সৃষ্টি করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই তারা সিরিয়ায় হামলা চালিয়েছে।
রাশিয়া এই হামলার নিন্দা করেছে। দেশটি অত্যাবশ্যক বেসামরিক অবকাঠামোতে ইসরাইলের উস্কানিমূলক হামলার নিন্দা করেছে।
সময় জার্নাল/এলআর