মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
"প্রবেশ করো জ্ঞান অর্জনের জন্য, বেরিয়ে যাও দেশ সেবার জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও চলছে ২০২২ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছিন আল হাসানের সঞ্চালনায় আজ ১৩ই জুন সোমবার সকাল ১১ ঘটিকার সময় কবিরহাট উপজেলাধীন নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটির সভাপতি সফিক উল্যাহ শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন, সহকারী শিক্ষক ফেরদাউস খাঁন, বেলাল উদ্দিন, মোস্তফা হোসাইন বাবুল, অসীম চন্দ্র বিশ্বাস, মর্জিনা বেগম, আবদুর রহমান, আবদুল খালেক, ইউয়ানা নাছরিন, ফারদ্বীন এহসান শাওন ও ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান, নলুয়া ১,২,৩ নং ওয়ার্ড মহিলা প্রতিনিধি মোখলেছুর রহমান প্রমূখ।
বক্তার বলেন, "যেতে নাহি দেবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়" বিদায় শব্দটি অতি ছোট তিন অক্ষরে নাম যার, কিন্তু তার বেদনা অনেক বড় সেটা বুঝতে পারেন শুধু যিনি বিদায় দেন আর বিদায় নেন। বিগত কয়েক বছর করোনার কারনে শিক্ষা ক্ষাত থেকে শুরু করে সব ক্ষাতে বিশাল ধস পড়েছে, তোমাদেরকে আমরা ক্ষনিকের বিদায় দিচ্ছি যেনো তোমরা আমাদের জন্য ভালো একটা রেজাল্ট করে এই বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখতে পারো।
পরে শিক্ষার্থী ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সময় জার্নাল/এলআর