স্পোর্টস ডেস্ক:
অ্যান্টিগায় বৃহস্পতিবার প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। কেমার রোচের বলে বনারের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারেন তিনি। দুই ওভারে বাংলাদেশের রান মাত্র তিন।
ওপেনার তামিমের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। তবে টিকতে পারেননি শান্তও। তৃতীয় ওভারে তিনি রোচের বলে হয়ে যান বোল্ড। ৫ বল খেলেও তিনি খুলতে পারেননি রানের খাতা।
ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো নয়। ১৮ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় মাত্র চারটিতে। ড্র দুটি। বাকি ১২ ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের মাটিতে বাংলাদেশ খেলেছে ৮ ম্যাচ। তাতে বাংলাদেশের জয় দুটি। হার পাঁচটি। এক ম্যাচ ড্র।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান।
সময় জার্নাল/এলআর