তিতুমীর কলেজ প্রতিনিধি:
শিল্পীর মনের মাধুরী মেশানো, হাতের ছোঁয়ায় গড়ে ওঠা অসাধারণ সব চিত্রকর্ম একের পর এক টাঙিয়ে রাখা হয়েছে। পাশেই বেঞ্চে সাজিয়ে রাখা হয়েছে সুক্ষ্ম হাতে তৈরি নানা ডিজাইনের ক্রাফট। শিক্ষক-শিক্ষার্থীরা আসছেন, দেখছেন, মুগ্ধ হয়ে কিনছেনও। মঙ্গলবার কলেজের বিজ্ঞান ভবনের নিচে গিয়েই এমন চিত্র চোখে পড়ে।
হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ঘরবাড়ি সহ সবকিছু পানির নিচে থাকায় নিদারুণ কষ্টে দিন পার করছে বানভাসি মানুষ। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এসকল বন্যাদুর্গতের পাশে দাড়াঁতে আর্ট প্রদর্শনী, লাইভ মুখাবয়ব অংকন ও ক্রফট বিক্রির আয়োজন করেন আয়োজন তিতুমীর আর্ট ক্লাব।
প্রদর্শনী দেখছেন শিক্ষার্থীরা
এসকল আয়োজন থেকে অর্জিত অর্থ বন্যার্তদের সহযোগিতায় পৌঁছে দেয়া হবে।
মঙ্গলবার ( ২১ জুন ) সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের নিচে উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়।
তিতুমীর আর্ট ক্লাবের আয়োজকরা বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য আমরা এখানে প্রদর্শনীর আয়োজন করেছি। দেওয়ালে টাঙানো প্রতিটি ছবি ও ক্রাফট আমাদের নিজেদের হাতে বানানো। এই প্রদর্শনীগুলো বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ বন্যার্তদের কল্যাণে ব্যয় করা হবে।
এ বিষয়ে তিতুমীর আর্ট ক্লাবের সহ-সভাপতি ফাতেমা আক্তার বলেন, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পরিকল্পনা বাস্তবে পরিণত করতে যারা এগিয়ে এসেছেন। বিশেষ করে আমার শিক্ষকগণ এবং সহপাঠীরা যারা বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে আর্ট, ক্রাফ্ট এবং মেহেদি লাগানোর কাজে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। সকলের দোয়ায় আমরা সফলভাবে সিলেটের বন্যার্তদের সাহায্যের প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরেছি। আমি এবং আমার পুরো টিমই অনেক সন্তুষ্ট যে এমন একটি কাজের সাথে নিজেদের যুক্ত করতে পেরেছি।সকলের প্রতি আহ্বান রইলো বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।
এমআই