তিতুমীর কলেজ প্রতিনিধি:
দেশে ক্রমেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর একাধিক বার বন্যা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। হঠাৎ বন্যায় বর্তমানে প্লাবিত হয়ে আছে দেশের বেশ কয়েকটি জেলা। পরিবেশের ক্ষতি করলে, পরিবেশ একটা সময় গিয়ে প্রতিশোধ নেয়। তাই পরিবেশের ক্ষতি করা যাবেনা। এসকল বন্যা ও বন্যাদুর্গতদের নিয়ে তিতুমীর কলেজে প্রদর্শিত হয়েছে পথ নাটক 'প্রতিবিধান'।
তিতুমীর নাট্যদলের প্রযোজনায়, দলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্রের নির্দেশনায় মঙ্গলবার (২১ জুন) সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ নাটক প্রদর্শিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিপ্রা রানী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো: সালাহউদ্দিন।
এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেন।
এমআই