রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুধবার, জুন ২২, ২০২২
‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’  শীর্ষক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সময় জার্নাল ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।গতাকাল মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মফিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

আবৃতি করেন অধ্যাপক রুপা চক্রবর্তী। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম প্রমুখ। অতিথিরা বলেন, বইয়ের আবেদন চিরন্তন। শিক্ষার্থীদের বইমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ চলমান থাকলে সমাজের উপকার হবে। বাংলাদেশসহ বঙ্গবন্ধুর সঠিক জানতে পারবে প্রজন্ম।

মিনার মনসুর বলেন, মাত্র এক বছরের ব্যবধানে সমাপ্ত হলো সারা দেশের ১০০ গ্রন্থাগারের এক সহস্র শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া প্রতিযোগিতা। এতে প্রমাণিত হলো আমাদের শিশু-কিশোর-তরুণরা আজও বই পড়তে চায়। প্রয়োজন শুধু যথাযথ উদ্যোগ ও সঠিক কর্মকৌশলের। আশা করি, অচিরেই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। জাতীয় গ্রন্থকেন্দ্র সূত্র জানিয়েছে, সারা দেশের ১০০টি বেসরকারি গ্রন্থাগারের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থী/পাঠক বঙ্গবন্ধুর রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি পাঠ করে লিখিতভাবে রচনা জমা দিয়েছেন।

আর গ্রন্থাগারের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে এই কার্যক্রম। প্রতিটি গ্রন্থাগার তাদের সদস্য-পাঠকদের মধ্য থেকে ১০ জনকে মনোনীত করেছেন। এ কার্যক্রমে তিনটি গ্রুপ এবং ৮টি প্রশাসনিক বিভাগ থেকে সর্বমোট ৭২ জন সেরা পাঠককে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে বই, অর্থ এবং সনদপত্র পেয়েছেন বিজয়ীরা। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয়েছে সনদপত্র।

এসএম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল