শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট হাতীবান্ধায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে দলীয় কার্যালয়ে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মজিবুল আলম সাদাত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক।
সময় জার্নাল/এলআর