মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে “হৈ-হুল্লোরে, সব মন জুড়ে, জাগে খুশির প্লাবন আজ ছুটিতে, বাঁধি জুটিতে, হবে ইনজয়” এই ম্লোগানে দিনাজপুর প্রেসক্লাবের আয়োজনে বনভোজন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) দিবাগত রাত ৮টায় দিনাজপুর নিমতলা প্রেসক্লাবের আয়োজনে এই বনভোজন অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুরের সিনিয়র জেলা তথ্য অফিসার মোঃ সোহেল মিয়া, দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহাম্মেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মাহবুবুল হক খান, ক্রীড়া সম্পাদক মোঃ মনসুর রহমান, নির্বাহী সদস্য আব্দুর রহমান, মোঃ ইউসুফ আলী, মোঃ রিয়াজুল হক সন্টু, মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সদস্য আব্দুস সাত্তারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর