"আমি শিক্ষার্থী, আমি লজ্জিত"
পিতা-মাতার পরে শিক্ষকের স্থান
দিন দিন শিক্ষকদের নিচে নামাচ্ছি তাদের অবস্থান,
ভাল শিক্ষা না নিয়ে করছি নাটক রকমারি
মূল্যবোধ না শিখে এ রকম পড়ালেখার নেই দরকারি।
আজকে জুতার মালা, কালকে হত্যা!
শিক্ষার্থী নামে কলঙ্ক এ কেমন শিক্ষার্থীদের পর্দা,
দিন দিন তৈরি করছি আমরা কত কাহিনি
দিনশেষে গলা ফাটাই আমরাই নাকি সত্যের বাহিনী।
ন্যায়-অন্যায়, সদা আচরণ, নম্র-ভদ্র, নেই কোনো মূল্যবোধ
অনুর্বর হয়েছে শিক্ষার্থী কি করে হবে এর প্রতিরোধ,
অ,আ না শিখে শিখছি যত অন্যায়
দিন দিন ঘুনে খাচ্ছে সমাজ হচ্ছে অবক্ষয়।
শিক্ষকেরা হলো স্পর্শকাঁতর, শ্রদ্ধার অনুভূতির স্থান
যেভাবে দিনকে দিন হচ্ছে হেনস্তা, পাচ্ছে কি তাদের সঠিক সম্মান,
আমরা তাদের ভয় করার বদলে তাঁরাই পাচ্ছে ভয়
উন্নতি হবে না কোনো কালে দেশ ও জাতির হবে অবক্ষয়।
জিতুর মতো কয়েক গুটি আছে বিষফোঁড়ার অপবাদ
এদেশে সব মিলিয়ে ট্রল, সমাবেশ হলেও অন্যায়ের হয় না প্রতিবাদ,
কয়েক গুটি বিষফোঁড়াই সমাজের জন্যে ভয়ংকর
শিক্ষার্থীরা জেগে উঠো জ্বালিয়ে দাও আলোর অবতার।
এতো সাহস কই পায়!
পিতা তূল্য শিক্ষকে এত অপমান করার,
আমাকে ক্ষমা করুন, শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকামন্ডলী এমন কাজের জন্য
জাতি কি হচ্ছে না লজ্জিত?
অতঃপর
আমি শিক্ষার্থী, আমি লজ্জিত।