নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ‘প্রগতিশীল সাংবাদিকতা ও আবুল মনসুর আহমদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রাবন্ধিক ড.কাজল রশীদ শাহীন বলেন বিংশ শতাব্দীর শুরুতে মুসলিম জাতির বিকাশের সময় সাংবাদিক আবুল মনসুর আহমদ ছিলেন প্রগতিশীল সাংবাদিকতার অন্যতম উদাহরণ।
সাংবাদিকতা, সাহিত্য, রাজনীতি তিনদিকেই তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক শাহাবুদ্দীন এর সভাপতিত্বে বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা রাজীব নন্দীর সঞ্চালনায় আলোচক ছিলেন বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ সহিদ উল্লাহ,আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহবায়ক কবি ইমরান মাহফুজ।
ইমরান মাহফুজ বলেন, আজকের দিনে গণমাধ্যমের নানান মাধ্যম থাকলেও আবুল মনসুর আহমদের আদর্শ চর্চা জরুরি। সাংবাদিকতা বিষয়ক তার ইথিক্স মনে রাখা অত্যাবশ্যক। বিশেষ করে মূল্যবোধের প্রতি নজর রাখাই দেশপ্রেমের পরিচয়।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের শুরুতে বিভাগের জন্য আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থসহ দুটি বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সময় জার্নাল/এলআর