সেলিম আহমদ তালুকদার,সুনামগঞ্জ : লকডাউন,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বোরো ধান কর্তন বিষয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার থেকে শপিংমলসগুলো সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে। সভা-সমাবেশ করা যাবেনা। মসজিদ ও অন্যান্য উপসনালয়ে সভা-সমাবেশ করা যাবেনা। সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে যেতে হবে।
হাওরের ধান কাটার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। ইতিমধ্যে জেলার ধর্মপাশায় বাহিরের শ্রমিক এনে ধান কাটার ব্যবস্থা করা হয়েছে। কোন গুজব যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে
সবাইকে খেয়াল রাখতে হবে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই প্রতিকার করতে হবে।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যারা গুজব রটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের প্রতি সজাগ দৃষ্ঠি রাখার আহবান জানান।
এ সময় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এমআই